(প্রাণী, পোকা-মাকড়, প্রজাতি) রয়েছে। আর সব কিছুই মানুষের সেবার জন্য তৈরি করা হয়েছে। পৃথিবীতে কি আসলেই মাত্র আঠার হাজার প্রজাতি প্রাণী রয়েছে, নাকি আরো বেশি?
1 Answers
( সুবহা-নাল্লাযী খালাক্বাল্ আয্ওয়া-জ্বা,কুল্লাহা – মিম্মা – তুমবিতুল-আরদ্বু ওয়া মিন্-আনফুসিহিম ওয়া মিম্মা – লা-ইয়া’লামূন।) সুরা ইয়াসিন:- আয়াতঃ- ৩৬ অর্থ: তিনি (আল্লাহ) মহা পবিত্র, যিনি প্রতিটি বস্তুর জোড়া সৃষ্টি করেছেন; যমীনের উদ্ভিদ শস্যের থেকে এবং মানুষের থেকে (নারী-পুরুষ) এবং সে জিনিসের থেকেও, যেগুলি তারা জানে না। “তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই অতি মাত্রায় জালিম, অকৃতজ্ঞ।” (সূরা ইবরাহীম ১৪:৩৪) যদি আল্লাহর নেয়ামত গণনা কর, শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। (সূরা আন নাহল,আয়াত: ১৮) তোমাদের আরোহণের জন্যে এবং শোভার জন্যে তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন। আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জান না। (সূরা আন নাহল,আয়াত: ৮) মহান আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর সৃষ্টি নেয়ামত গণনা করো তবে গুনে গুনে শেষ করতে পারবে না। কোন সহীহ অথবা য”ঈফ হাদীসেও ১৮ হাজার মাখলুকাতের কথা নেই!! আর কোন সহীহ হাদীস কখনো পবিত্র কুর’আনের কোন একটি আয়াতেরও বিরুদ্ধে যাবেনা!
নিঃসন্দেহে ১৮ হাজার মাখলুকাত এটা “মওযু” বা জাল হাদীস
নিঃসন্দেহে ১৮ হাজার মাখলুকাত এটা “মওযু” বা জাল হাদীস
Please login or Register to submit your answer