মুসকান | Muskan

মুসকান নামটির উৎস নিয়ে দ্বিমত রয়েছে। কোন কোন মতে এটি একটি হিন্দি শব্দ। আবার কোন কোন মতে মুসকান শব্দটি আরবি ভাষার শব্দ বলে উল্লেখ করা হয়েছে। তবে অধিকাংশ মতে এটি হিন্দি শব্দ। মুসকান নামের অর্থ হলো হাসি, খুশি, আনন্দিত ইত্যাদি।

মুসকান কি ইসলামিক নাম?

মুসকান নামটি খুবই সুন্দর একটি নাম। এর অর্থটিও বেশ সুন্দর ও ভালো। তাই মুসলিমদের জন্য এই নামটি রাখা যাবে। অর্থাৎ এটি একটি ইসলামিক নাম।

মুসকান কি ছেলেদের নাম নাকি মেয়েদের নাম?

মুসকান নামটি মেয়েদের নাম। বিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে যেকোন মুসলিম কন্যা সন্তানের নাম মুসকান রাখতে পারেন।

মন্তব্য করুন