মাহিন | Mahin

মাহিন বা মহিন নাম রাখা উচিৎ নয়। এটি আরবী শব্দ। যার অর্থ অপদস্থ, নিকৃষ্ট। কুরআনে আছে-

❝অতঃপর তার বংশ উৎপন্ন করেছেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে।❞ (সূরা সাজদাহঃ৮)

এখানে আরবী শব্দ মাহিন বা মহিন (مهين) অর্থ তুচ্ছ।

আরেকটি আয়াত-

❝আমি কি শ্রেষ্ঠ নই এই ব্যক্তি হতে যে হীন এবং স্পষ্ট কথা বলতে অক্ষম?❞ (সূরা যুখরুফঃ৫২)

এখানে আরবী শব্দ মাহিন অর্থ হীন,নীচ।

আর যদি আপনি মহিন বা মুহিন লেখেন, তবুও এর অর্থ হল লাঞ্চিত।

❝আমি উদ্ধার করেছিলাম বানী ইসরাঈলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হতে।❞ (সূরা দুখানঃ৩০)

এখানে আরবী শব্দ মুহিন (مهين) অর্থ লাঞ্চনাদায়ক।

তাই কারো এ নাম থাকলে পরিবর্তন করা উচিৎ। কেননা নামেরও প্রভাব পড়ে থাকে ব্যক্তির উপর।

মুহিন বা মহিন নাম না রেখে মুহিত (অর্থ- পরিবেষ্টনকারী) রাখতে পারেন, অথবা মুহিব (অর্থ- প্রেমিক, যে ভালবাসে) রাখতে পারেন।

মন্তব্য করুন